Home জাতীয় সতর্ক সংকেত থাকবে আরও কয়েকদিন

সতর্ক সংকেত থাকবে আরও কয়েকদিন

by Shohag Ferdaus
ঝড়বৃষ্টির

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বিক্ষুব্ধ বঙ্গোপসাগর। এতে টানা প্রায় এক সপ্তাহ ধরে সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোয় ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শিগগিরই ৩ নম্বর সতর্ক সংকেত সরছে না। কারণ উত্তর বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। এর মধ্যে আজ বুধবার উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লুঘুচাপটি যদি উপকূলের দিকে আসে, তাহলে ভারী বৃষ্টি হতে পারে। তাই বলা যায়, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি সহজে কমছে না। এর সঙ্গে উপকূলীয় এলাকায় প্রায় ৬০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বইছে। তাই ৩ নম্বর সতর্কসংকেত এখনো থাকবে। যে পরিস্থিতি চলছে, এতে ২২ আগস্টের আগপর্যন্ত ৩ নম্বর সতর্কসংকেত থাকবে।

আবহাওয়া অধিদফতর বলছে, চলতি মাসের বাকি সময় বৃষ্টিমুখর থাকতে পারে। আগস্টে প্রতিবছর গড়ে ৪০২ মিলিমিটার বৃষ্টি হয় বাংলাদেশে। কিন্তু ১৮ আগস্ট পর্যন্ত ২৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, ১৪৯ মিলিমিটার।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like