4
ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা ও পরানগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি মাহবুবুর হক কাজলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর রোববার সকালে সদর উপজেলার পরানগঞ্জ বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয়রা।
মানববন্ধনে পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমরোজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ফকির, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন মিয়া, ব্যবসায়ী আনোয়ার হোসেন আনুসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
গত ২৮ আগস্ট মাহবুবুর হক কাজলসহ কয়েকজনের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এঘটনায় কাজল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভয়েসটিভি/এএস