Home সারাদেশ সাংবাদিকের বাড়িতে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ১

সাংবাদিকের বাড়িতে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ১

by Newsroom
সন্ত্রাসী হামলায়

শেরপুরে স্কুল প্রতিষ্ঠা নিয়ে পূর্ববিরোধের জেরে ‘শেরপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাতে মারা যান তিনি। নিহত অই ব্যক্তি মেরাজ উদ্দিনের চাচা শ্রীমত আলী।

চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকার মেরাজ উদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি। তার ছেলে শাহরিয়ার শাকির নিউজবাংলার জেলা প্রতিনিধি। তাদের বাড়িতে শনিবার বিকালে এই হামলায় ১০ জন আহত হয়।

শাকির জানায়, হেরুয়া বালুরঘাট এলাকায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার বাবা মেরাজ উদ্দিনসহ স্থানীয়রা। এ নিয়ে অই এলাকার বালুরঘাট মডেল স্কুলের মালিক রেজাউল করিম সাদা ও স্কুলটির অন্যান্য পরিচালকদের সঙ্গে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকেল চারটার দিকে রেজাউল করিম সাদা, জামান মেম্বার, প্রভাষক সাইফুল ইসলাম, আক্রামুজ্জামান আঙ্গুর, মমতাজ হাজীসহ অন্তত ৫০ থেকে ৬০ জনের একটি দল ধারাল অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হঠাৎ করেই হামলা চালায়। এতে আহত হন শ্রীমত আলীসহ অন্তত ১১ জন।

তাদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শ্রীমত ও আল আমিন ডানো নামে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক শ্রীমতকে মৃত ঘোষণা করেন।

মেরাজ উদ্দিন বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার পর থেকে বালুরঘাট মডেল স্কুলের মালিক ও পরিচালকরা ক্ষিপ্ত ছিলেন। আমাদের স্কুল চালু হলে তাদের স্কুল চলবে না- এটা তাদের মনে হতো। এ জন্য তারা আমাদের স্কুল বন্ধ করার পায়তারা করছিলেন। এ কারণেই তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার চাচা মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে জানতে চেষ্টা করলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার ঘটনায় রোববার ভোরে ৪২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ছেলে উকিল মিয়া। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন : নসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পদ্ধতি

You may also like