Home সারাদেশ ‘ফেনীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কর্মীর প্রয়োজন নেই’

‘ফেনীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কর্মীর প্রয়োজন নেই’

by Shohag Ferdaus
সন্ত্রাসী

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে প্রয়োজন নেই। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের মাস্টারপাড়ায় সাংসদের সঙ্গে দেখা করে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা। তখন নিজাম হাজারী এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নিজাম হাজারী বলেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা করণীয় তা করা হবে। আজকে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। আমি দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতনকে নির্দেশ দিয়েছি হামলাকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে।

এ সময় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

এর আগে ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় স্থানীয় সিুন্দরপুর গ্রামের চায়ের দোকানের সামনে ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম আজাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আজাদের বন্ধু স্বপনও আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজাদকে উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like