Home সারাদেশ সপ্তম শ্রে‌ণির ছাত্রী‌ ধর্ষণের অভিযোগে ৮ম শ্রে‌ণির ছাত্র গ্রেফতার

সপ্তম শ্রে‌ণির ছাত্রী‌ ধর্ষণের অভিযোগে ৮ম শ্রে‌ণির ছাত্র গ্রেফতার

by Shohag Ferdaus
চাকরির

কি‌শোরগ‌ঞ্জে সপ্তম শ্রে‌ণির এক মাদরাসাছাত্রীকে‌ ধর্ষ‌ণের অভিযোগে অষ্টম শ্রে‌ণির স্কুলছাত্র শাহীন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রা‌তে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মা‌থিয়া ইউনিয়‌নের প‌শ্চিম মা‌থিয়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

গ্রেফতার স্কুলছাত্র শাহিন পাশের গ্রাম কর্শাক‌ড়িয়াইলের প্রবাসী বাবুল মিয়ার ছে‌লে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার মা‌থিয়া ইউনিয়‌নের প‌শ্চিম মা‌থিয়া গ্রা‌মের সপ্তম শ্রে‌ণির ছাত্রীর সঙ্গে পাশের গ্রাম কর্শাক‌ড়িয়াইলের প্রবাসী বাবুল মিয়ার ছেলে অষ্টম শ্রেণিতে পড়ুয়ো শহী‌নের (১৬) প্রে‌মের সম্পর্ক গড়ে ওঠে।

এর জেরে বুধবার রা‌তে শাহীন প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বা‌ড়ি‌তে যায়। মা বা‌ড়ি‌তে না থাকার সু‌যো‌গে শাহীন প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ ক‌রে। এ সময় তার চিৎকা‌রে আশপা‌শের বাড়ির লোকজন এসে শাহীন‌কে আটক ক‌রে কিশোরগঞ্জ মডেল থানায় খবর দিলে পু‌লি‌শ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে।

কি‌শোরগঞ্জ ম‌ডেল থানার ওসি মো. আবু বকর সি‌দ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মে‌য়ে‌টির মা বাদী হ‌য়ে কি‌শোরগঞ্জ ম‌ডেল থানায় একটি মামলা দা‌য়ে‌র করেছেন। এবং মেয়ে‌টির স্বাস্থ্য পরীক্ষা করা হ‌য়ে‌ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like