Home খেলার খবর লঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই সুখবর

লঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই সুখবর

by Newsroom
সফর স্থগিত

গতকাল সোমবার শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরেই আজ অন্য আরেকটি সফর চূড়ান্তের সুখবর পেলো বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী মার্চে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে। যেখানে তাদের মৌসুম শুরু হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবং শেষ হবে মার্চে বাংলাদেশ সিরিজের মাধ্যমে।

সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুসহ পূর্ণাঙ্গ সূচিই প্রকাশ করেছে বোর্ডটি। ২০২১ সালের ১৩ মার্চ ডানেডিনে হবে এই সফরের প্রথম ওয়ানডে। আর ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টুয়েন্টি দিয়ে পর্দা নামবে এই সফরের।

এর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফরে সন্ত্রাসী হামলার কারণে পুরো সিরিজ না খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই ঘটনার প্রায় দুই বছরের বেশি সময় পর আবার নিউজিল্যান্ড সফরে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হলো তামিম, মুশফিক, মুমিনুলদের।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি:

প্রথম ওয়ানডে – ১৩ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে – ১৭ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে – ২০ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

প্রথম টি-টোয়েন্টি – ২৩ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৬ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ড
তৃতীয় টি-টোয়েন্টি – ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন

ভয়েস টিভি/টিআর

You may also like