Home বিনোদন সবার জন্য চলচ্চিত্র পাঠ

সবার জন্য চলচ্চিত্র পাঠ

by Mesbah Mukul

‘মাস্টার ক্লাস অন ফিল্ম স্টাডিজ’ নামে একটি কোর্স চালু হচ্ছে আজ ৭ নভেম্বর থেকে। অ্যানালিসিস, থিসিস ও থিওরি- এই তিনটি পর্যায়ে মোট ১২ টি ক্লাশে কোর্সটি সম্পন্ন হবে। এতে থাকছে বিশ্বের ৪ টি উল্লেখযোগ্য চলচ্চিত্রের বিশ্লেষণ,  ৪ জন উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিচালকের উপর বিশ্লেষণমূলক আলোকপাত এবং ৪ টি উল্লেখযোগ্য চলচ্চিত্র থিওরির উপর আলোচনা। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) আয়োজন করেছে কোর্সটি।

আইএএফএম’র ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ জানান, শিক্ষাক্রমটি পরিচালনা করবেন ভারতের চলচ্চিত্র পন্ডিত ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আজ ৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪, ২১ ও ২৮ নভেম্বর পর্যন্ত।

চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে লুইস বুনিউয়েলের আঁ শিয়াঁ অঁদালু, ‘জঁ রেনোয়ার দ্য রুলস অব দ্য গেইম’, আন্দ্রেই তার্কভ্‌স্কির তার্কভ্‌স্কির ‘মিরর’, ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’।

আইএএফএম’র নির্বাহী পরিচালক বিবেশ রায় বলেন, বাণিজ্যকে মুখ্য উদ্দেশ্য করে চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তা শিল্পতত্ত্বের দিকে আগাতে থাকে। কালে কালে দেশে দেশে বিজ্ঞজন চিত্রভাষা নিরূপণে আত্ননিয়োগ করেছেন। সমাজে বিদ্যমান বিভিন্ন তত্ত্ব ও তাত্ত্বিকতায় সমৃদ্ধ হতে থাকে চলচ্চিত্র। প্রায়োগিক কিংবা তত্ত্বীয় যে কোন ধরণের শিক্ষায় থিওরি- এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শিল্পের বিভিন্ন আলোকে চলচ্চিত্রকে তাত্ত্বিক বিশ্লেষণের তাগিদ থেকে আর সত্যজিৎ রায়ের প্রত্যক্ষ প্রেরণায় উপমহাদেশে প্রথম ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় “ফিল্ম স্টাডিজ” বিভাগের সূচনা। চলচ্চিত্র পাঠের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য “ফিল্ম স্টাডিজ” – একটি আবশ্যিক শিক্ষনীয় বিষয়। সবার জন্য চলচ্চিত্র পাঠ সেই বিবেচনাকে গুরুত্ব দিয়েই আমরা এই ধরণের আয়োজন করেছি ।

বিস্তারিত  https://www.facebook.com/iafm.edu.bd/

ভয়েসটিভি/এমএম

You may also like