Home জাতীয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই : প্রধানমন্ত্রী

আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই : প্রধানমন্ত্রী

by Newsroom

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে দেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কারণ যুদ্ধের যে ভয়াবহ রূপ, তা আমার নিজের দেখা আছে। আমরাও এর ভুক্তভোগী। কাজেই আমরা আর সে ধরনের সংঘাতে জড়িত হতে চাই না।

২৮ অক্টোবর বুধবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সেনাবাহিনীর আটটি ইউনিট/সংস্থাকে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শুরুতে ৭ পদাতিক ডিভিশনের ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়।

অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট; সকলের সঙ্গে বন্ধুত্ব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই।

সেনাবাহিনীর উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবে মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে। সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ।

আরও পড়ুন: চীনে ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সবাইকে পেশাগতভাবে দক্ষ এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

তিনি বলেন, পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যেকোনো ধরনের হুমকি মোকাবিলার জন্যে সদাপ্রস্তুত থাকতে হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like