Home সারাদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন বন্ধ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন বন্ধ

by Shohag Ferdaus
পরিদর্শন

করোনা মহামারির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

১ মার্চ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল্লাহ।

তাই দর্শনার্থীদের এই সময়ে সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সহকারী কিউরেটর নুরুল ইসলাম জানিয়েছেন, গণপূর্ত অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশে আগামীকাল ১ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

ভয়েস টিভি/এসএফ

You may also like