Home বিনোদন এবার নুসরাতের পোশাক নিয়ে সমালোচনা

এবার নুসরাতের পোশাক নিয়ে সমালোচনা

by Shohag Ferdaus
নুসরাতের পোশাক

কয়েক দিন আগেই ফরাসি পণ্য বয়কট করে আলোচনায় এসেছিলেন নুসরাত ফারিয়া। এবার আলোচনায় এলেন ব্যায়ামের পোশাকে। ৯ নভেম্বর সোমবার নুসরাত ফারিয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ব্যাপক প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। মোট ৭৬ হাজার রিয়্যাক্টের মধ্যে ৪০ হাজার লাইক ও ১০ হাজার লাভ প্রতিক্রিয়ার বিপরীতে হাসির প্রতিক্রিয়া দিয়েছেন ২০ হাজার ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য জানিয়েছেন ১৩ হাজার নেটিজেন।

ছবিতে নুসরাত ফারিয়াকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে নেটিজেনরা। ইবরাহিম অমি নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বাংলাদেশ এর নায়িকা মানতে খুব কষ্ট হয়। তাদের পোশাক দেখে মনে হয় আমেরিকান নায়িকা। এদের কি বাবা-মায়ের চোখে এগুলা পরে না বুঝি না।

মন্তব্যকারীরা অধিকাংশই নুসরাত ফারিয়ার পোশাক নিয়ে ট্রল ও অশালীন শব্দ ব্যবহার করেছেন। বিশেষ করে নারী ফেসবুক ব্যবহারকারীরাও তাকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি।

গত ৩১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মাজহার। তিনি জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন। নুসরাত ফারিয়ার এ স্ট্যাটাসের পর অনেক প্রশংসিত হয়েছেন তিনি। কেউ কেউ অবশ্য সমালোচনা করতেও ছাড়েননি।

সমালোচনার জবাব দিয়ে নুসরাত ফারিয়া পরে আরও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারো কথা আমার অনুভূতিতে আঘাত করে তবে কি সেটা জানানোর আমার অধিকার নাই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না? ‘আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like