Home সারাদেশ উপকূল রক্ষায় বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে

উপকূল রক্ষায় বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে

by Newsroom
সমীক্ষা চলছে

বন্যা ও জলোচ্ছাস সহ প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক। সমীক্ষা শেষে হলে বাঁধের উচ্চতা ১৮ ফুট করা হবে বলেও জানানি তিনি।

৪ সেপ্টম্বর শুক্রবার ভোলা সদরের ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প পরিদর্শন ও নদী ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়ায় ফনী, আম্পানসহ বিভিন্ন ঝড়ের সময় বাঁধের উপর দিয়ে জলোচ্ছাস হয়েছে। বন্যা ও জলোচ্ছাস সহ প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা খুব শিগ্রই বাস্তবায়ন হবে।

এছাড়া জলবায়ুর পরিবর্তন জনিত কারনে বিভিন্ন সময় দুর্যোগ বাড়ছে এবং এসব দুর্যোগ একেক সময় একেক ধরনের আকার ধারন করে। ষাটের দশকে যেসব বাঁধ ছিলো ১২ ফুট সেসব বাঁধ বর্তমানে সমীক্ষা করে ১৮ফুট উচু করা হবে। সারাদেশে পানি সম্পদ মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকার কাজ করছে বলেও জানান জাহিদ ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

ভয়েস টিভি/টিআর

You may also like