Home ধর্ম সম্মান রক্ষার দোয়া

সম্মান রক্ষার দোয়া

by Amir Shohel

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ্জিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।’

অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্র্য থেকে, আপনার কম দয়া থেকে (রহমত থেকে বঞ্চিত হওয়া থেকে) ও অসম্মানী হওয়া থেকে। আমি আপনার কাছে আরো আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে।’

উপকার : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৪৪)

You may also like