Home সারাদেশ নাটোরে সরকারি পুকুরের ইজারা বাতিলের দাবি

নাটোরে সরকারি পুকুরের ইজারা বাতিলের দাবি

by Newsroom

নাটোরের গুরুদাসপুরে রাস্তা বাঁচাতে সরকারি পুকুরের ইজারা বাতিল এবং রাস্তার সংস্কার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ধারাবারিষা মোল্লাপাড়া ও খাঁকড়াদহ গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন, সমাজসেবক ও শিক্ষক মাসুদুর রহমান, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা জলেন, ধারাবারিষা মোল্লাপাড়া, ধারাবারিষা ও খাঁকড়াদহ মাদরাসার আওতাধীন খাস খতিয়ানভুক্ত রাস্তা সংলগ্ন একটি পুকুর ২০ বছর ধরে মাছ চাষের জন্যে ইজারা দেয়া আছে। মাছ চাষের কারণে রাস্তার উভয় পাশ ভেঙ্গে যাচ্ছে। রাস্তাটি জনসাধারণের যাতায়াত ও এক হাজার ৮০০ হেক্টর জমির ফসল ঘরে তোলার একমাত্র মাধ্যম। তাই রাস্তাটি রক্ষায় পুকুরের ইজারা বাতিলসহ সংস্কারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি স্মারকলিপি দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল জানান, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like