Home জাতীয় সরকারি হাসপাতালে ৭৩৩ আইসিইউ

সরকারি হাসপাতালে ৭৩৩ আইসিইউ

by Newsroom
বাংলায় রায়

ভয়েস রিপোর্ট: দেশের সব সরকারি হাসপাতালে মোট ৭৩৩টি ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদালতে এ তথ্য জানানো হয়। তবে বেসরকারি হাসপাতাল বিষয়ে আরো দুইটি রিট থাকায় একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ১৪ জুন দিন করেছে হাইকোর্ট।

রিট আবেদনকারীর পক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারের অধীনে অধিগ্রহণ এবং কেন্দ্রীয়ভাবে একটি সেন্ট্রাল বেড ব্যুরো গঠনের নির্দেশনা চেয়ে এ রিট করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।

এরপর গত ৮ জুন দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ আছে, সেগুলো কিভাবে বণ্টন হয়, তার তথ্য জানতে চায় হাইকোর্ট।

You may also like