Home বিশ্ব সুদানে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ১১

সুদানে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ১১

by Mesbah Mukul

অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দেশ সুদানে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সাথে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজনের প্রাণ গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

অন্য এক প্রতিবেদনে রয়টার্স বলছে, অভ্যুত্থানের দিন থেকে শুরু করে গত চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা ১১ তে পৌঁছেছে।

সেইসাথে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে গত সোমবার বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হয়েছিল, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের এমন বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। তিনি বলেছেন, সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা- সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে।’

এদিকে, জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখলের প্রতিবাদে গত সোমবার থেকেই সুদানে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছে; অনেক মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তারা নতুন জান্তা সরকারের নির্দেশ মানতে রাজি হচ্ছেন না। তবে তারা পদত্যাগ বা দায়িত্ব হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছেন।

সরকারি কর্মকর্তাদের সাথে যোগ দিয়েছেন স্বাস্থ্যসেবা ও বিমান পরিবহন খাতের ইউনিয়নগুলোও। যদিও আটা, গ্যাস ও জরুরি ওষুধ সরবরাহ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে তারা।

ভয়েসটিভি/এমএম

You may also like