Home বিনোদন বরেণ্য সরোদশিল্পী শাহাদাত হোসেন খান আর নেই

বরেণ্য সরোদশিল্পী শাহাদাত হোসেন খান আর নেই

by Shohag Ferdaus
শাহাদাত

প্রখ্যাত সরোদশিল্পী শাহাদাত হোসেন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর শনিবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন তিনি। ওস্তাদ শাহাদাত হোসেন খানের ভাগ্নে সেতারবাদক ফিরোজ খান তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে ১২ দিন আগে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন শাহাদাত হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সংগীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। তাদের পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খাঁর নাতি। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতার বাদক।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন সরোদশিল্পী শাহাদাত হোসেন খান। এছাড়া তিনি কলকাতার রাজ্য সংগীত একাডেমি কর্তৃক সংবর্ধিত হন। তার যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক।

ভয়েস টিভি/এসএফ

You may also like