Home সারাদেশ পাবনায় সর্বহারা বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

পাবনায় সর্বহারা বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

by Newsroom
অনির্দিষ্টকালের

পাবনার ফরিদপুরে  আলমাস হোসেন (৪৫) নামে সর্বহারা বাহিনীর এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৬ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমাস হোসেন সাঁথিয়া উপজেলার তেরোখাদা গ্রামের টুন্ডু মিয়ার ছেলে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য আঘাত করা হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। আলমাস নিষিদ্ধঘোষিত সর্বহারা বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like