Home সারাদেশ উষ্ণতার উৎসবে কম্বল পেল সহস্রাধিক মানুষ

উষ্ণতার উৎসবে কম্বল পেল সহস্রাধিক মানুষ

by Shohag Ferdaus
মানুষ

সহস্রাধিক শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিয়েছে সেইফ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। ৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এ সময় সেইফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আমিন স্বপন উপস্থিত ছিলেন।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের পৃষ্টপোষকতায় এবং সেইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেইফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আমিন স্বপন জানান, মেয়র মহোদয়ের পৃষ্ঠপোষকতায় আমরা করোনাকালীন সময় থেকে দরিদ্র মানুষদের কাছে থেকেছি। শীতেও বাদ যায়নি। তার সহযোগিতায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, কনকনে শীতে কাতরাচ্ছে মানুষ। বিশেষ করে যাদের শীত নিবারণে কষ্ট হচ্ছে সেসব মানুষদের চিহ্নিত করে কম্বল দেয়ার উদ্যোগ গ্রহণ করি। যা সেইফ ফাউন্ডেশনের সহযোগিতায় দেয়া হচ্ছে।

এর আগে ফ্রি কাপড়ের দোকানের মাধ্যমে বস্ত্র বিতরণ করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like