2
ফেনীর পরশুরামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সহোদরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ১৮ অক্টোবর রোববার ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সহোদর হলেন- পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮) ও স্বপন (২৪)।
জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী ওই স্থানে দুই জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন।
তিনি জানান, মরদেহের পাশে একটা ভাঙ্গা ছাতা পড়ে থাকতে দেখা যায়। আর ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। তবে কীভাবে মারা গেছে কোনো অনুমান করা যাচ্ছে না।
এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন মরদেহ দু’টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভয়েস টিভি/এসএফ