Home অপরাধ সাংবাদিক জুলহাস হত্যার ঘটনায় থানায় মামলা

সাংবাদিক জুলহাস হত্যার ঘটনায় থানায় মামলা

by Newsroom
সাংবাদিক জুলহাস

ঢাকা: ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও  বেসরকারি টিভি চ্যানেল বিজয় টেলিভিশনের সাংবাদিক জুলহাস হোসেনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় মামলা করেছে তার বোন রিনা খাতুন।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা করেন তিনি।

হত্যার পর  স্থানীয়রা ধারালো অস্ত্রসহ শাহীন ও মোজাম্মেল নামের দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেও  এখনো পলাতক রয়েছে অন্য তিন আসামী।

গতকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে প্রকাশ্যে জবাই করে দুর্বৃত্তরা। পরে সংকটাপন্ন অবস্থায় তাঁকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গেছে,  খুনিদের একজন নিহত সাংবাদিকের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহীন ও সহযোগী মোজাম্মেল।

নিহত জুলহাস হোসেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাফকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বারোবাড়িয়া বাসস্ট্যান্ডে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাঁকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। গতকাল রাতেই ময়নাতদন্তের পর জুলহাসের মরদেহ তাঁর গ্রামের বাড়ি হাতকোরায় দাফন করা হয়।

এদিকে, এ ঘটনায় পলাতক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

ভয়েস টিভি/টিআর

You may also like