Home সারাদেশ সাংবাদিক নেতা সূর্য সস্ত্রীক করোনায় আক্রান্ত

সাংবাদিক নেতা সূর্য সস্ত্রীক করোনায় আক্রান্ত

by shahin

ভয়েস রিপোর্ট: সাংবাদিক নেতা ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এর সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বুধবার ২৭ মে আমি ও আমার স্ত্রী লাভলী আক্তার জাতীয় প্রেসক্লাবে নমুনা পরীক্ষা করাই৷ বৃহস্পতিবার আমাদের দুইজনেরই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে৷ আমরা দু’জনই এখন বাসায় আইসোলেশনে রয়েছি৷ বাসায় আমার দুই মেয়ে রয়েছে৷ তাদেরও নমুনা পরীক্ষা করা হবে৷
আবু জাফর সূর্য আরো জানান এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমি নমুনা দেই পরীক্ষার জন্য৷ করোনার বেশ কয়েকটি উপসর্গ থাকার পরও সে টেষ্ট এ আমার রিপোর্ট নেগেটিভ আসে৷ সে সঙ্গে রিপোর্টটিতে আমার ঠিকানাও ভুল ছিল৷ বিষয়টা আমার খটকা লাগে৷ তাই নতুন করে করোনা টেষ্ট করাই ।

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আবু জাফর সূর্য ।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবু জাফর সূর্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলেন সব সব থাকেন অগ্রনি ভূমিকায় ।

You may also like