Home শিক্ষাঙ্গন জাবিতে শুরু হচ্ছে অনলাইন সাংস্কৃতিক উৎসব

জাবিতে শুরু হচ্ছে অনলাইন সাংস্কৃতিক উৎসব

by Newsroom
সাংস্কৃতিক

করোনার প্রভাবে সারা বিশ্ব বিপর্যস্ত। এ অবস্থায় মানসিক প্রশান্তির উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় অনলাইন সাংস্কৃতিক উৎসব।

৩০ আগস্ট রোববার বিষয়টি জানিয়েছে জাবির সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’।

সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’জানায়, আয়োজিত অনুষ্ঠানে ২৩টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। সেই সাথে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উৎসবের প্রতিটি পরিবেশনা ‘রিদম’-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলেও জানানো হয়।

সাংস্কৃতি এ উৎসবে থাকছে আয়োজক সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ তার সদস্যদের বিভিন্ন পরিবেশনা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্যবৃন্দের পরিবেশনা।

আয়োজকরা জানান, উৎসবের নামকরণ করা হয়েছে ‘সৃজন ছন্দে আনন্দে’ এবং প্রতিপাদ্য ‘সৌহার্দ্যে সম্প্রীতিতে সংস্কৃতি’। চারটি ক্যাটাগরি সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং অভিনয়ে একটি সংগঠন থেকে সর্বনিম্ন ২টি ও সর্বোচ্চ ৪টি এবং সম্পূর্ণ পরিবেশনা হবে ৩০ মিনিটের মধ্যে।

আয়োজকরা আরও জানান, এটি কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি সহযোগিতামূলক উৎসব। সংস্কৃতিকর্মীরা এখানে বিভিন্ন সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন- বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতশিল্পী নুসরাত বিনতে নূর, ছায়ানটের শিক্ষক ও বেঙ্গল পরম্পরার শিল্পী অভিজিৎ কুন্ডু, অবলিক ব্যান্ডের লিড ভোকালিস্ট বাশার লিসান, কণ্ঠশিল্পী স্বপ্নীল রাজীব, গিটারিস্ট রায়হান ইসলাম শুভ্র। এ ছাড়াও ৫টি অতিথি দল রয়েছে, যার মধ্যে রয়েছে কালবৈশাখী ও নক্সাল ব্যান্ড।

ভয়েস টিভি/টিআর

You may also like