Home অর্থনীতি সাইবার হামলার আশঙ্কায় রাতে বন্ধ থাকবে ব্যাংকগুলোর বুথ

সাইবার হামলার আশঙ্কায় রাতে বন্ধ থাকবে ব্যাংকগুলোর বুথ

by Newsroom
সাইবার হামলার আশঙ্কায়

ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে দেশের সব ব্যাংকের এটিএম বুথের সার্ভিস বন্ধ রয়েছে। সকাল সাতটা পর্যন্ত ব্যাংকগুলোর এটিএম সেবা বন্ধ রাখা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাতে ব্যাংকের বুথ বন্ধের  সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষরা।

এদিকে হঠাৎ করে বুথ বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা।

ভুক্তভোগী একজন ব্যাংক গ্রাহক ভয়েস টিভিকে জানান,  জরুরি প্রয়োজনে  রাতে টাকার প্রয়োজন হলে ব্যাংকের বুথে যাই। গিয়ে জানতে পারি সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে ব্যাংকের বুথগুলো  বন্ধ রাখা হয়েছে।

বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ থাকার কথা বলা হয়েছে।

অনেক ব্যাংকের বুথের সামনে ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা।

এদিকে  আবারও সাইবার হামলার আশঙ্কায় ৭ আগস্ট বাংলাদেশের ব্যাংকগুলোকে সতর্ক থাকার নিদের্শনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য আছে ‘বিগল বয়েজ’ নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয়া হয়। চিঠি পাওয়ার সব ব্যাংকই বিশেষ ব্যবস্থা নেয়।

সতর্কতায় বলা হয়, ২০১৬ সালে যেভাবে সাইবার হামলা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছিল, সেইভাবে আবার সাইবার হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভয়েস টিভি/টিআর

You may also like