Home খেলার খবর আর চুপ নয়, এবার রুখে দাঁড়াতে বললেন সাকিব

আর চুপ নয়, এবার রুখে দাঁড়াতে বললেন সাকিব

by Shohag Ferdaus
সাকিব

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতন এদেশে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গত ৯ মাসে প্রতিদিন গড়ে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

সম্প্রতি সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এবং নোয়াখালিতে গৃহবধূকে নিপীড়নের ঘটনা দেশের সর্বস্তরের মানুষের মনে ক্ষত সৃষ্টি করেছে। বিক্ষুব্ধ হয়ে উঠেছে মানুষের মন। রাজপথে এবং সামাজিক যোগযোগ মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছে মানুষ।

এবার বাংলাদেশর ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসানও এক ফেসবুক পোস্টে নৈতিকতার এ অবক্ষয় বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আজকে আমরা যদি এই বর্বর আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের কেউ হতে পারে এই নির্মমতার শিকার।

নিজের পারিবারিক আবহের কথা উল্লেখ করে সাকিব লিখেছেন, ‘অসাধারণ একজন নারীর ছেলে আমি, জীবনে চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে। দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’

নারী ও শিশুদের প্রতি প্রতিনিয়ত জঘন্য অন্যায়, অপরাধ ও সহিংসতাগুলোর বিরুদ্ধে নিজের ঘৃণা প্রকাশ করেছেন দেশসেরা এই ক্রিকেট তারকা। তিনি লিখেছেন, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আর আমি চুপ করে থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা আর সহিংসতার বিরুদ্ধে।’

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে দেশের মানুষকে রক্ষা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেভাবে লড়েছিলেন, নারীর নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা রোধে সবাইকে ঠিক সেভাবেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাকিব লিখেছেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’

সাকিব তার পোস্টে সবাইকে সাবধান করে দিয়েছেন। তিনি মনে করেন, নারীর প্রতি যাবতীয় সহিসংতা বন্ধে এ সমাজ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এর শিকার সবাইকেই হতে হবে। তিনি লিখেছেন ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের কেউ হতে পারে এই নির্মমতার শিকার।’

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

ভয়েস টিভি/এসএফ

You may also like