Home খেলার খবর যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগেই শ্বশুরকে হারালেন সাকিব

যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগেই শ্বশুরকে হারালেন সাকিব

by Shohag Ferdaus
সাকিব

গুরুতর অসুস্থ শ্বশুরের পাশে থাকতে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দুর্ভাগ্য তার, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই পেলেন দুঃসংবাদ।

সাকিবের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তার শ্বশুর মমতাজ আহমেদ (৭২) আর নেই। সাকিব পৌঁছার আগেই, আজ দুপুরে ইন্তেকাল করেছেন তিনি।

প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের উইসকনসিস স্টেটে বসবাস করছিলেন সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু সেই ফাইনাল না খেলেই শ্বশুরের অসুস্থতার কথা শুনে ছুটতে হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু দুর্ভাগ্য তার পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করলেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।

সাকিবের শ্বশুরের মূল বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। যুক্তরাষ্ট্র থেকে নিজের এলাকায় তার মরদেহ আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেয়া হবে সিদ্ধান্ত।

ভয়েস টিভি/এসএফ

You may also like