Home সারাদেশ সাটুরিয়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে কারাদণ্ড

সাটুরিয়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে কারাদণ্ড

by Amir Shohel

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি এলাকায় অভিযান চালিয়ে ২৭০ কেজি দুধসহ এক ভেজাল ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

২৫ নভেম্বর বুধবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- ফুকুরহাটি গ্রামের মৃত বিশুরুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাক নামের ওই দুধ ব্যবসায়ীকে আটক করা হয়, সে দুধের মধ্যে এরারোড ও ইকোজেড ক্যেমিকেল মিশিয়ে দুধ তৈরি করছে।

আটক করার সময় ৯ গ্যালন দুধ ও দুই কেজি এরারোড পাওডার জব্দ করা হয়েছে। নিরাপদ খাদ্য আইনের ২৫ ধারায় ওই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও ভেজাল দুধগুলো নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

ভয়েসটিভি/এএস

You may also like