সাতক্ষীরায় পৃথক দুই স্থানে দুই স্কুলছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলার আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। একই উপজেলার আদালতপুর গ্রামে আরেক স্কুলছাত্রী ওপর যৌন নির্যাতন হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার রাতে এ ঘটনায় আশাশুনি থানায় ভুক্তভোগী ছাত্রীদের মায়েরা বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।
নাসিমাবাদ গ্রামের ওই শিশুর মা জানান, সোমবার দুপুরে প্রতিবেশী তরিকুল ইসলাম মোবাইলে ছবি দেখানোর কথা বলে তার মেয়েকে ঘরে নিয়ে যায়। মেয়ের কান্না শুনে শুনে ঘরে গেলে তরিকুল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসার জন্যে মেয়েকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, একই উপজেলার আদালতপুর গ্রামে তৃতীয় শ্রেণির আরেক ছাত্রী সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। প্রতিবেশী ইসলাম গাজী অন্য শিশুদের বাড়িতে পাঠিয়ে তাকে রান্নাঘরে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায় বলে ভুক্তভোগী শিশুর মা জানিয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবীর জানান, ওই দুই শিশুর মায়েদের অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ ও আরেকটি যৌন নিপীড়ন আইনে মামলা হয়েছে। ধর্ষণ মামলার ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে নিপীড়নের শিকার শিশুর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। দুই আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এমএইচ