Home সারাদেশ সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটিতে লাইনম্যানের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটিতে লাইনম্যানের মৃত্যু

by Amir Shohel

সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু হয়েছে। ৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টার দিকে শহরের জেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইনম্যান হাবিবুর রহমান (৩৫) গাইবান্ধা জেলার আব্দুল্লাহপুর থানার দামুদরপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

আমতলা মোড় এলাকার আব্দুর কাদের জানান, বিদ্যুতের খুঁটিতে কাজ করছিল লাইনম্যান। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে খুঁটিতেই মারা যায় সে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি খুঁটি থেকে নামিয়ে নিয়ে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দেব অধিকারী জানান, বিদ্যুতের লাইনে বিদ্যুত থাকা অবস্থায় কাজ করছিলেন হাবিবুর রহমান। এ সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে খুঁটিতেই মারা যান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা পাওয়ার হাউজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করছিলেন হাবিবুর। সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে যে স্থানের সাটডাউন চাওয়া হয় সেখানেই আমরা সাটডাউন করেছি। তবে তারা কাজ করছিলেন অন্যজায়গায়। ঠিকাদারী প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টে ত্রুটি ছিল। তাদের ভুলবশত এমন দুর্ঘটনা হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like