Home সারাদেশ সাতক্ষীরা মেডিকেলে জরুরি বিভাগ চালু

সাতক্ষীরা মেডিকেলে জরুরি বিভাগ চালু

by Newsroom

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম চালু করা হয়েছে।  ২৪ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালের সহকারি পরিচালক ডা. কুদরত-ই খুদা, বিএমএ সাতক্ষীরা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান প্রমুখ।

এসময় সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল জননেত্রী শেখ হাসিনার উপহার। জরুরি বিভাগ চালু হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল। সাতক্ষীরার সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি চিকিৎসা সেবায় ও সুনাম অর্জন করতে হবে। করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সব থেকে ভাল চিকিৎসা সেবা দিয়েছে। এই সেবার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন: চার কোটি টাকা ব্যয়ে নির্মিত পরিবার পরিকল্পনা ভবন উদ্বোধন

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের ডিজি জরুরি বিভাগ চালুর জন্য নতুন পাঁচ জন চিকিৎসক দিয়েছেন। পর্যায়ক্রমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সকল ইকুপমেন্ট প্রদান করবেন বলে জানিয়েছেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like