Home সারাদেশ সাতক্ষীরা মেডিকেল তত্ত্বাবধায়কের কার্যালয়ে হামলা

সাতক্ষীরা মেডিকেল তত্ত্বাবধায়কের কার্যালয়ে হামলা

by Newsroom
সাতক্ষীরা মেডিকেল

জরুরি বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

২৮ সেপ্টেম্বর সোমবার ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হেলথ এডুকেটর মুরাদ হোসেন বলেন, জরুরি বিভাগ চালুর জন্য স্যারের রুমের মধ্যে ঢুকে ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালিয়েছেন। তারা প্রায় ৪০-৫০জন স্যারের অফিসের চেয়ার ও কম্পিউটার ফেলে দেন।

এদিকে ইন্টার্ন চিকিৎসকরা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও গত পাঁচ বছরের মধ্যে জরুরি বিভাগ চালু করা হয়নি। জরুরি বিভাগ চালু না থাকায় আমাদের খাতা-কলমে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। প্র্যাকটিসকালে হাতে-কলমে শিখতে পারছি না। এখানকার দায়িত্বে থাকা চিকিৎসকরা ক্লিনিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে জরুরি বিভাগ চালু করছে না। আমরা চাই জরুরি বিভাগ চালু করা হোক।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও মেডিকেল টেকনোলোজিস্ট আব্দুল হালিম জানান, জরুরি বিভাগ চালুর দাবিতে তারা স্যারের রুমে প্রবেশ করে খারাপ ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, দুপুর দেড়টার দিকে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসনের লোকজনও রয়েছে। কি সিদ্ধান্ত হয় সেটি পরে জানা যাবে।

ভয়েস টিভি/টিআর

You may also like