Home সারাদেশ সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

by Newsroom

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর ৫টার দিকে কেড়াগাছি গফফারের ঘাট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তবে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে গোপনে সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে টহল দলটি বাংলাদেশ অভ্যন্তরে কেড়াগাছি গফফারের ঘাট থেকে ২৪ টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত এ স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।

তিনি বলেন, অভিযানকালে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে।

You may also like