Home সারাদেশ বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌর এলাকা

বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌর এলাকা

by Shohag Ferdaus
সাতক্ষীরা

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার পৌর এলাকা। এতে বিপাকে পড়েছেন সাতক্ষীরা পৌরবাসী। দেশের প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নেই নাগরিক সুবিধা। বৃষ্টি হলেই তলিয়ে যায় সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ এলাকা। বর্তমানে বৃষ্টির কারণে হাটু পর্যন্ত পানি জমেছে সড়কে। এ পানি এখন সড়ক ছাড়িয়ে ঘরবাড়িতেও উঠছে। ফলে নানা দুর্ভোগে পড়েছেন পৌরসভার লক্ষাধিক মানুষ।

বাসিন্দাদের অভিযোগ, নদীতে নাব্যতা না থাকা ও অপরিকল্পিতভাবে মাছের ঘের, ঘরবাড়ি তৈরি করায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা।

জানা গেছে, পৌরসভার মাঠপাড়া, উত্তরকাটিয়া, মাগুরা, পলাশপোল, মাছখোলা, সুলতানপুর ঝিলপাড়া, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগানসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ বেতনা, মরিচ্চাপ নদী ও প্রাণ সায়ের খাল দিয়ে পানির স্বাভাবিক চলাচল না থাকায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। এছাড়া অপরিকল্পিতভাবে মাছের ঘের করায় পানি নিষ্কাশনের খালগুলো বন্ধ হয়ে গেছে। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন পৌরসভার লক্ষাধিক মানুষ।

মানুষদের এমন দুর্ভোগেও জলাবদ্ধতা নিসরনে পৌর কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। এ নিয়ে ক্ষোভ আর হতাশা বাড়ছে পৌরবাসীর মনে। প্রতি বছরই এমন পরিস্থিতির সৃষ্টি হলেও সমাধান হয়নি আজও। কবে নাগাদ এমন দুর্ভোগের অবসান ঘটবে তা নিয়েও দুশ্চিন্তায় এলাকার মানুষ। তবে পানি নিষ্কাশনে কাজ চলছে বলে জানিয়েছেন পৌর মেয়র।

ভয়েস টিভি/এসএফ

You may also like