Home সারাদেশ বরখাস্ত এসআই আকবরের সাত দিনের রিমান্ড

বরখাস্ত এসআই আকবরের সাত দিনের রিমান্ড

by Shohag Ferdaus
এসআই আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁঞার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১০ নভেম্বর মঙ্গলবার পিবিআই পরিদর্শক আওলাদ হোসেন দুপুরে আকবরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। শুনানিতে সিলেটের মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম আকবরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের মামলার প্রধান আসামি আকবর। তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলায় আকবরসহ চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন আরও একজন গ্রেফতার হয়েছেন।

আকবর হোসেন ভূঁঞাকে সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে। পুলিশ দাবি করছে, ভারতে পালানোর সময় তাকে দুপুর দেড়টার দিকে গ্রেফতার করা হয়।

সিলেট নগরীর আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে ১০ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরের দিন ১১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like