Home বিনোদন বৃহস্পতিবার সাদেক বাচ্চুর স্মরণে শাপলা মিডিয়ার দোয়া মাহফিল

বৃহস্পতিবার সাদেক বাচ্চুর স্মরণে শাপলা মিডিয়ার দোয়া মাহফিল

by Newsroom
সাদেক বাচ্চুর

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

আগামীকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এর আয়োজন করা হবে।

অভিনেতা সাদেক বাচ্চুর অকাল মৃত্যুতে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন চলচ্চিত্র পরিচালক-প্রযোজক ও দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল-এর কর্ণধার মো: সেলিম খান।

১২ সেপ্টেম্বর শনিবার রাতে করোনায় আক্রান্ত সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়।

১৪ সেপ্টেম্বর সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৫৫ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন সাদেক বাচ্চু। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলায়। তার আসল নাম মাহবুব আহমেদ সাদেক।

তিনি সাদেক বাচ্চু মঞ্চনামে সর্বাধিক পরিচিত। তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও মঞ্চ, বেতার, টেলিভিশনে অভিনয় করেছেন।

১৯৮৫ সালে শহিদুল আমিন পরিচালিত রামের সুমতি-তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২০১৮ সালে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ভয়েস টিভি/টিআর

You may also like