Home বিনোদন ভেন্টিলেশনে অভিনেতা সাদেক বাচ্চু

ভেন্টিলেশনে অভিনেতা সাদেক বাচ্চু

by Shohag Ferdaus
সাদেক বাচ্চু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেতা সাদেক বাচ্চু। ১১ সেপ্টেম্বর শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে চলচ্চিত্রের অন্যতম এ অভিনেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ছিল তার করোনা উপসর্গও। পরে তার নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। পরীক্ষার রিপোর্টে তার করোনা ভাইরাস পজিটিভ আসে।

তার মেয়ে মেহজাবীন বলেন, ‌‘বাবার করোনা পজিটিভ এসেছে। গেল কয়েকদিনে তার শ্বাসকষ্ট আরও বেড়েছে। তাই এখন ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে অক্সিজেন নিচ্ছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

সাদেক বাচ্চু পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় বিচরণ করেছেন। নব্বইয়ের দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার। এছাড়াও বিভিন্ন চরিত্রে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।

নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু ।

ভয়েস টিভি/এসএফ

You may also like