Home বিনোদন মুফতিকে বিয়ে করে ইসলামের পথে অভিনেত্রী সানা খান

মুফতিকে বিয়ে করে ইসলামের পথে অভিনেত্রী সানা খান

by Newsroom
সানা খান

বলিউড অভিনেত্রী সানা খান তার দীর্ঘ ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে অক্টোবরে জানিয়েছিলেন অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। ঠিক সে পথেই বিয়ের মাধ্যমে তিনি হাাঁটা শুরু করলেন।

যদিও খবরটি বলিউডের জন্যে হাঙ্গামার খবর। এবার সানা খান ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাসের বিয়ের পিঁড়িতে বসেছেন।

এরইমধ্যে তাঁদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক গাযোগমাধ্যমগুলোতে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা একসঙ্গে যাচ্ছেন এবং তারপর পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ের কেক কাটছেন।

তবে এই বিয়ে প্রসঙ্গে সানা খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি।

আরও পড়ুন- ক্যারিয়ারের জন্য বিয়েও ভাঙেন মল্লিকা

সানা খানের ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার অভিনয় করতে দেখা গেছে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতেও তাঁকে দেখা গেছে।

পাঁচ ভাষার ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

ভারতীয় এ অভিনেত্রী একাধারে মডেল, নৃত্যশিল্পী ছিলেন। তিনি প্রাথমিকভাবে মডেলিংয়ের  মাধ্যমে তার কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

এছাড়াও তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে, টিভি কর্মাশিয়াল ও টেলিভিশন রিয়েলিটি শোতে কাজ করেছেন। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন

সানা খান জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়েছিলেন মুম্বাইয়ে । তার বাবা কেরালার কন্নুরের মলয়ালি মুসলিম এবং তার মা সাইদা মুম্বাইয়ের

ভয়েস টিভি/ডিএইচ

You may also like