Home বিনোদন ফিরেছেন সানি লিওন, অচিরেই নতুন ছবির শুটিং

ফিরেছেন সানি লিওন, অচিরেই নতুন ছবির শুটিং

by Shohag Ferdaus
সানি লিওন

চলতি বছরের মার্চ মাসে করোনা প্রভাব বিস্তারের আগেই পরিবারসহ দেশ ছাড়েন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করেন। তবে ঘরবন্দি সানির এই দীর্ঘ সময় যে খারাপ কেটেছে, তা-ও বলা যায় না।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো মজার মজার মুহূর্ত শেয়ার করতেন তিনি। সেখানে দেখা যেত, স্বামী ড্যানিয়েল এবং বাচ্চাদের নিয়ে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

অবশেষে নিজ শহর মুম্বাইয়ে ফিরেছেন বলিউডের এই আলোচিত অভিনেত্রী। করোনার লকডাউনের পর এই প্রথম মুম্বাই ফেরা তার। তবে সানি শুধু একাই নন, তার সঙ্গে এসেছেন তার তিন সন্তান নিশা, আসের, নোহা এবং স্বামী ড্যানিয়েল।

ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বেশকিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, দেশে ফিরে বেশকিছু সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার। আর তাই পরিবার নিয়ে মুম্বাই অবস্থান করছেন তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like