Home বিনোদন সাপের কামড়ে হাসপাতালে ভর্তি সালমান খান

সাপের কামড়ে হাসপাতালে ভর্তি সালমান খান

by Shohag Ferdaus

সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতের মহারাষ্ট্রের পানভেলে নিজের খামারবাড়িতে শনিবার রাতে এই ঘটনা ঘটে।

এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য নিকটবর্তী এমজিএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়েও দেয়া হয়েছে অভিনেতাকে। আপাতত তিনি স্থিতিশীল।

ডাক্তাররা জানিয়েছেন, সাপটি বিষধর ছিল না। সালমানকে বাড়ি ফেরার অনুমতি দিলেও বেশ কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন তারা।

প্রতিবছরই নিজের জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপন করেন সালমান। সেই মতো এ বছরও পানভেলের ফার্ম হাউসে শুরু হয়েছে প্রস্তুতি। ২৭ ডিসেম্বর তার জন্মদিন। আজ মধ্যরাত থেকেই সেখানে পার্টির আয়োজন করেছেন অভিনেতা নিজেই।

লকডাউনে বেশির ভাগ সময়ই জঙ্গল ও পাহাড় বেষ্টিত পানভেলের এই ফার্ম হাউজেই সময় কাটিয়েছেন অভিনেতা। ওই সময় সেখানে কৃষি কাজ করতেও দেখা গেছে সালমানকে।

আরও পড়ুন: অশ্লীল দাবি সানি লিওনের ভিডিও, নিষিদ্ধ চান পুরোহিত

ভয়েস টিভি/এসএফ

You may also like