Home সারাদেশ নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

by Shohag Ferdaus
বাঘায়

সন্ত্রাসী হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপ্রু ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে দিকে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, গত ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র দিয়ে ছানোয়ার হোসেনসহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর মধ্যে ছানোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার যশোরে মারা যান।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like