Home বিনোদন বিয়ে করলেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাব্বির আহমেদ

বিয়ে করলেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাব্বির আহমেদ

by Newsroom
সাব্বির আহমেদ

বিনোদন প্রতিবেদক : বিয়ে করলেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাব্বির আহমেদ। প্রথমে পরিচয়, এরপর দুজনের জানাশোনা আর তিন মাসের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্তে পৌঁছেন এ নব দম্পতি । পাত্রী নাসরুমা নাসির, মাগুরা সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। ২৪ আগস্ট সোমবার সন্ধ্যায় দুই পরিবারের সবার উপস্থিতিতে মাগুরায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিনোদন অঙ্গনে অভিনয়শিল্পী মীর সাব্বিরের কারণে এই সাব্বির আহমেদকে সবাই ছোট সাব্বির নামে ডাকে। বিয়ে প্রসঙ্গে সাব্বির বলেন, ‘নাসরুমা আমাদের পূর্বপরিচিত। আমরা ভালো বন্ধুও। সেই বন্ধুত্ব থেকে আমরা দুজন একসঙ্গে আগামী জীবন কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের সিদ্ধান্তের বিষয় পারিবারিকভাবে জানানোর পর দুই পরিবারের সদস্যরা কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করেন। এরপর জীবনের নতুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। সবার কাছে আমাদের সুন্দর জীবনের জন্য দোয়া চাইছি।’

সাব্বির জানালেন, করোনার কারণে আপাতত বিয়ের কোনো অনুষ্ঠান করা হয়নি। দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ের কাজটি সেরে নেন তাঁরা। সবকিছু ঠিকঠাক হলে ঢাকায় বিনোদন অঙ্গনের সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

সাব্বির ২০০৫ সালে ঢাকায় এসে যোগ দেন প্রাঙ্গণেমোর নাট্যদলে। ‘লোকনায়ক’, ‘শ্যামা প্রেম’ নাটকে তিনি অভিনয় করেন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রেও কাজ শুরু করেন তিনি। ২০০৮ সালে ঈদের আগে সাব্বিরের প্রথম বিজ্ঞাপনচিত্র বাংলালিংক ঈদে বাড়ি যাই প্রচারিত হয়। এটি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন সাব্বির।

ছোটবেলা থেকে সাব্বির অভিনয় করেন। নাটকে তাঁর যাত্রা শুরু করেন মাগুরার একটি শিশু থিয়েটার দিয়ে। ১৯৯৭ সালে মাগুরা শহরের কেশব মোড় এলাকার লায়ন কিং ক্লাব নামের একটি দলের হয়ে প্রথম শিশু অভিনেতা হিসেবে যাত্রা শুরু তাঁর। ‘হরিযূপীয়া’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সাব্বির।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like