Home সারাদেশ সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের অভিযোগ

সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের অভিযোগ

by Newsroom

সাভার প্রতিনিধি: করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ না করায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পোশাক শ্রমিকরা। তারা জানান, শুক্রবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিতে আসার পর নমুনা সংগ্রহ করা হবে না বলে জানানো হয়।এতে বিপাকে পড়েছে সন্দেহভাজন রোগীরা।এদিকে,এবিষয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, পোশাক কারখানার কর্মকর্তাদের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যাদের মধ্যে কোন করোনার উপসর্গ নেই,তাদের নমুনা সংগ্রহ করা হবে না।একই সাথে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পোশাক শ্রমিকদের নমুনা নিজ নিজ কারখানা কর্তৃপক্ষ বিজিএমইএ বা বিকেএমইএর সাথে সমন্বয় করে নিজস্ব বুথ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

You may also like