Home সারাদেশ সারাদেশে সীমিত পরিসরে বড়দিন উদযাপন

সারাদেশে সীমিত পরিসরে বড়দিন উদযাপন

by Newsroom
সারাদেশে

করোনাভাইরাসের কারণে সারাদেশে সীমিত পরিসরে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে দেশের গীর্জাগুলোতে বড়দিনের বিশেষ প্রার্থণার মধ্য উৎসবটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

বড়দিন ঘিরে খ্রিস্টান পল্লীগুলো সেজেছে নানা সাজে। সাজানো হয়েছে উপাসনালয়, ক্রীস্টমাস ট্রি। করোনার মাঝেও সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা খ্রিস্টানরা। বড়দিন শান্তিপূর্নভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সারাদেশেই নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পাবনা
পাবনার ২১টি গীর্জায় সকালে বড়দিনের বিশেষ প্রার্থণার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। পাবনা ব্যপ্টিস্ট চার্চে প্রার্থণা পরিচালনা করেন পাস্টার ইসহাক সরকার। প্রার্থণায় এ বছর করোনা থেকে বাংলাদেশ মুক্ত থাকার আরতি জানানো হয়। সেইসাথে জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা এবং সবার মাঝে ভাতৃত্ব মিলন বজায় রাখার আহবান জানানো হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে নগরকীর্তন, কেক কাটা, পিঠা পর্ব ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

হিলি
দেশ ও জাতির মঙ্গল কামনা, করোনা থেকে মুক্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বড়দিন উদযাপন করা হয়েছে। হিলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত প্রেরিত শিষ্য সাধু যোহনের জামতুলী গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার সুনিল জাকারিয়াস মার্ডী।

নীলফামারী
জেলার সৈয়দপুরে প্রাচীন দুটি গীর্জায় সকাল থেকে নানা আয়োজনে বড়দিন পালিত হয়। নতুন পোষাক পরে সবাই উপস্থিত হতে থাকে গির্জা দুটিতে। সকাল ৮টায় শুরু হয় প্রার্থনা অনুষ্ঠান।

এছাড়া খুলনা, যশোর, রাজশাহী, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায় এ বড়দিন পালন করা হয়।

আরও পড়ুন : শুভ বড়দিন 

ভয়েস টিভি/এমএইচ

You may also like