Home সারাদেশ সার্কিট হাউজ মাঠে সীমানা প্রাচীর দেয়ায় ক্ষুব্ধ ময়মনসিংহবাসী

সার্কিট হাউজ মাঠে সীমানা প্রাচীর দেয়ায় ক্ষুব্ধ ময়মনসিংহবাসী

by Newsroom

ময়মনসিংহ প্রতিনিধি: প্রায় দুশো বছরের পুরনো ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ। পর্যটন এবং খেলাধূলাসহ বড় বড় রাজনৈতিক দলের সভা-সমাবেশ করা এ মাঠে সীমানা প্রাচীর দেয়ার খবরে ক্ষুব্ধ ময়মনসিংহের নাগরিক সমাজ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রামচাদ গোয়ালা, মাহমুদুল্লাহ রিয়াদ, সৈকতসহ অনেক ক্রিকেটারদের বেড়ে ওঠা এ মাঠে। এছাড়াও দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের পদচারণার সাক্ষী ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ। একে কেন্দ্র করে আশপাশে গড়ে উঠেছে শতাধিক ক্রীড়া সংগঠন।

সম্প্রতি মাঠের সৌন্দর্যবর্ধন ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা ঘটনার ম্যুরাল ও সীমানা প্রাচীর নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সপন্ন হয়। পহেলা জুন বিদায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সাড়ে ৬ কোটি টাকার এ প্রকল্পে ম্যুরাল নির্মাণে ব্যয় ধরা হয় ২ কোটি, আর সাড়ে ৪ কোটি টাকা ধরা হয় সীমানা প্রাচীর ও ওয়াকওয়ে নির্মাণে।

তবে প্রাচীর নির্মাণের খবরে দ্বিমত পোষণ করেছে নাগরিক সমাজ। সার্কিট হাউজ মাঠটির ঐতিহ্যের কথা চিন্তা করে কাজ করার দাবি জানিয়েছেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও।

এদিকে, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলছেন, মাঠের নান্দনিক পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করা হবে।

You may also like