Home জাতীয় সাহেদসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমার দিন পিছিয়েছে

সাহেদসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমার দিন পিছিয়েছে

by Amir Shohel
উত্তরায় অভিযানে র‌্যাব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন পিছিয়ে ১৯ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত।

১৪ ফেব্রুয়ারি রোববার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য দিন নির্ধারণ করা ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ নতুন এ দিন ধার্য করেন। এসময় সাহেদসহ অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় অপর আসামিরা হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

গত বছরের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী এই মামলাটি দায়ের করেন। আসামিরা ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়ন না করা রিজেন্ট হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করে।

সমঝোতা স্মারকের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে তিন হাজার ৯৩৯ কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করেন। ওই হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা করে মোট এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like