Home সারাদেশ সাড়ে ১০ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সাড়ে ১০ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

by Amir Shohel

মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্বের কারণে প্রায় সাড়ে ১০ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

১৮ জানুয়ারি সোমবার সকাল ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকাল ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, মাঝ পদ্মা নদীতে আটকে থাকা ফেরি গুলো তীরে এসে পৌঁছেছে। প্রায় সাড়ে ১০ ঘন্টা ফেরি চলারচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হয়েছে আর এ সকল অপেক্ষমান যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হবে বলেও জানান তিনি।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৩টি ফেরি মাঝ পদ্মা নদীতে নোঙ্গর করে থাকতে দেখা যায়।

ভয়েসটিভি/এএস

You may also like