Home বিনোদন শাহরুখকে ‘ভীতু’ বললেন সায়নি

শাহরুখকে ‘ভীতু’ বললেন সায়নি

by Shohag Ferdaus
সায়নি

বলিউডের বাদশাকে ভীতু বলে অভিযোগ করেছেন অভিনেত্রী সায়নি গুপ্ত। তার কথায়, শাহরুখ খান অন্যায়ের বিরুদ্ধে গলা ওঠানোর সাহস রাখেন না। তিনি নীরব দর্শক!

শাহরুখের এক টুইট থেকে এই বিতণ্ডার সূত্রপাত। মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিনে শাহরুখ তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘এই গান্ধী জয়ন্তীতে আমরা আমাদের সন্তানদের খারাপ কিছু না শোনার, দেখার এবং বলার শিক্ষা দেব।’

এরপরেই শাহরুখের দিকে তীব্র টুইটবাণ ছোড়েন সায়নি। তিনি লেখেন, ‘আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িত, শোষিত এবং আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে।’ এর পর অভিনেত্রী শাহরুখের উদ্দেশে বলেন, ‘নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।’

সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। ধর্ষকদের শাস্তি চেয়ে গলা ফাটাচ্ছে দেশবাসী। তার পরেও একের পর এক ধর্ষণ।

আরও পড়ুন: শাহরুখের নতুন সিনেমায় সঙ্গী তাপসী

আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা ধিক্কার জানিয়েছেন এই অরাজকতাকে। কিন্তু শাহরুখ বরাবরের মতোই চুপ। অনেকের অভিযোগ, শাসক দলের মন পেতেই হয়তো এ সব বিষয় থেকে দূরত্ব বজায় রাখেন শাহরুখ তবে সত্যিই কি নিজের আখের গোছাতেই ‘সেফ সাইডে’ থাকতে চান অভিনেতা?

আরও পড়ুন: কী সাহস, আমার ‘স্তন’ নিয়ে প্রশ্ন করে

সায়নির সঙ্গে ২০১৬ সালে ‘ফ্যান’ ছবিতে কাজ করেন শাহরুখ। বলিউডের ছোট থেকে বড় সব তারকাই সমীহ করেন শাহরুখকে। এমন কি বলিউডের রাঘব বোয়ালরাও তাকে চটানোর সাহস রাখেন না। সায়নির এই মন্তব্য যেন সেই নিয়মেই কিছুটা ফাটল ধরিয়েছে। এখনও এই টুইটের কোনো উত্তর দেননি শাহরুখ। তবে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সাধারণ মানুষের থেকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ‘কিং খান’ সায়নির কটাক্ষের জবাব দেবেন কী? এখন সেটাই দেখার।

ভয়েস টিভি/এসএফ

You may also like