2
মানিকগঞ্জের সিংগাইরে বাস ও অটোরিকশার সংঘর্ষে শাহ-আলম নামের এক জন নিহত হয়েছে। এতে আরও ১০ জন আহত হয়। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিংগাইর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শাহ আলম উপজেলার পৌরসভার আঙ্গারিয়া ব্যাপারিপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায় নি।
সিংগাইর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আব্দুল রহিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কিটিংচর নামক স্থানে ঢাকাগামী শুকতারা পরিকহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা অটোরিকশার সংঘর্য হয়।
সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালক শাহ আলমনিহত হয় এবং আহত হয়েছে আরো ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ