Home অপরাধ যাত্রী সেজে চলন্ত সিএনজি স্কুটারে ছিনতাই

যাত্রী সেজে চলন্ত সিএনজি স্কুটারে ছিনতাই

by Newsroom
সিএনজি স্কুটারে

ময়মনসিংহে সিএনজি স্কুটারে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলার তারাকান্দা নির্বাচনী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার কামাল মিয়া ও ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ এলাকার খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রহিমা নামে এক নারী ময়মনসিংহ ব্রীজ মোড় থেকে তারাকান্দা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় উঠে। ওই দুইজন ছিনতাইকারী যাত্রী বেশে সিএনজি চালিত অটোরিকশায় উঠে বসে থাকে।

সিএনজি স্কুটারে কোদালধর এলাকায় যাওয়া মাত্র ছিনতাইকারীরা নারী যাত্রীর গলায় ছুরি ধরে। এসময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে নেমে চলে যায়।

এসময় ওই নারীর চিৎকার শুনে তারাকান্দা থানার উপপরিদর্শক এগিয়ে আসেন এবং তার দেয়া বিবরণ অনুযায়ী ওই দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

তারাকন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ছিনতাইয়ের সাথে জড়িত এদের সাথে একটি চক্র রয়েছে। প্রত্যাকেই একাধিক মামলার আসামি।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের হয়েছে। তাদের সাথে কারা কারা আছে জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like