Home সারাদেশ ভৈরবে ট্রাক-সিএনজি স্কুটার সংঘর্ষে হতাহত ৬

ভৈরবে ট্রাক-সিএনজি স্কুটার সংঘর্ষে হতাহত ৬

by Newsroom

ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজি  স্কুটার সংঘর্ষে ৩ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।  ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর তিনজন। হতাহতরা সবাই সিএনজি স্কুটারের  যাত্রী। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের ফরিদ মিয়া (৩৩), পিতলহাঁটি গ্রামের আ. খালেক ড্রাইভার (৫৮) এবং জালালপুর গ্রামের ইসমাইল (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  কিশোরগঞ্জের নিকলী থেকে ভৈরবগামী সিএনজি স্কুটার  ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ট্রাকের সাথে  সংঘর্ষ হয়।  এতে সিএনজি স্কুটার ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে হাসপাতাল সূত্রে আহতদের নাম-ঠিকানা জানা গেলেও এ রিপোর্ট পর্যন্ত নিহতদের বিষয়ে জানাতে পারেনি পুলিশ।

তবে ভৈরব হাইওয়ে সার্কেলের অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন রহমান জানিয়েছেন, নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছে পুলিশ।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like