ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সিএনজি অটোরিকশা চালক জামশেদ আলমের (২৫) মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার মধ্যম জয়পুর গ্রামের দিল মোহাম্মাদের পুত্র।
পুলিশ জানায়, বুধবার রাত ৯ টার দিকে শুভপুর ইউনিয়নের মধ্যম জয়পুরে গাড়িতে বালু লোড-আনলোডের বিয়য় নিয়ে প্রতিপক্ষের সঙ্গে জামশেদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে জামশেদ গুরুতর আহত হলে তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৫ অক্টোবর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ জামশেদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ভয়েস টিভি/এসএফ